Relation between Math and Arts

চিত্রকর্মের সাথে গণিতের সম্পর্ক

আমরা গণিত-এর নাম শুনলেই শিউরে উঠি। তার সাথে আবার চিত্রকর্মের সম্পর্ক। এ বিষয়ে সামান্য পড়াশোনা বা নেট ঘাঁটলেই আমরা জানতে পারব কতটা গভির এই সম্পর্ক। লিওনার্দো দা ভিঞ্চি থেকে পাবলো পিকাসো এদের অধিকাংশই ছবি আঁকার জন্য গনিতকে সাথি করেছেন। জ্যাতিমিক ছক ব্যবহার করে আমাদের জন্য প্রমান সরূপ নিখুত ছবি রেখে গেছেন। জ্যামিতিক ছক নির্ভর ছবি আঁকার আগ্রহের কারনে তাঁদের অনেকেই বলতেন; “শিল্পী হওয়ার জন্য স্কেল, কম্পাস থাকাই যথেস্ট”।

আরও কয়েক ধাপ এগিয়ে ইতালিয়ান গণিতবিদ ফিবোনাচ্চি চিত্রকর্মের সাথে গনিতের এই সম্পর্ক প্রতিষ্ঠা করে গেছেন। এই মহান গণিতবিদ গণিতের একটি কৌশল আবিষ্কার করে গেছেন। তার নামানুসারে একে ফিবোনাচ্চি ফাংশন বলা হয়। তাঁর এই ফাংশন দ্বারা প্রকৃতির অনেক নিয়ময়ের গণিতক ব্যাখ্যা করা যায়।

এক দিকে চিত্র শিল্পী অপর দিকে গণিতবিদ প্রমাণ করে গেছেন “চিত্রকর্মের সাথে গণিতের সম্পর্ক”।

No comments:

Post a Comment