Potentiality of Outsourcing

সম্ভাবনাময় আউটসোর্সিং
আউটসোর্সিং কাজের অপার সম্ভাবনা রয়েছে এটা সত্য। বিশ্ব জুড়ে অফুরন্ত কাজ রয়েছে এই আউটসোর্সিং এর মাধ্যমে, এটাও সত্য। যতই অফুরন্ত এবং গভীর হবে ততই জটিল এবং অপারগতার বিষয়টি থাকবে। আমরা যদি সমুদ্রের কথায় ধরি; গভীর এবং অফুরন্ত। সম্ভাবনার প্রাচুর্য সেখানে। কিন্তু আমাদের কি করার আছে। অন্তত আমরা যদি সাতারই না জানি। তাহলে কি করতে পারব সেই গভীরতায়।

হতাশার কথা বলেছি, আসার কথা হচ্ছে সাতার না জেনেও সমুদ্র থেকে অনেক কিছু অর্জন করা যায়। ঢেউ বা অন্য কোনো মাধ্যমে সমুদ্র থেকে চলে আসা শামুক, ঝিনুক, প্রবাল এবং মাছ সহ অজস্র প্রানিজ ও খনিজ সৈকতে পরে থাকে। সুদূর কাল হতে আমাদের বিভিন্ন নৃ-গোষ্ঠী সহ মূল জাতীর অনেকেই বেলাভূমিতে চলে আসা বা পরে থাকা এই সম্পদ (সৃষ্টিকর্তার অনুগ্রহ) আহরণ করে। আহরিত বস্তু দ্বারা বিভিন্ন অলংকার, উপহার, গৃহসজ্জা সহ বিবিধ নিত্য প্রয়োজনীয় উপকরণ তৈরী করে জীবিকা নির্বাহ করে। তাহলে, আমরা বুঝতে পারলাম সাতার না জেনেও সমুদ্র-এর উপর নির্ভরশীল হওয়া যায়।

আমি এখানে অসীম সমুদ্র এবং সাতার জানার বিষয়ে অবতারণা করেছি যে, অনলাইন স্টাফিং বা আউটসোর্সিং-এর অফুরন্ত সম্ভাবনা এবং কম্পিউটার জানার গুরুত্ব অনুধাবন করার জন্য। আমরা নুন্যতম কম্পিটার সম্পর্কে জেনে বা একেবারে না জেনেও আউটসোর্সিং-এর কাজ করতে পারি। তবে তার জন্য প্রয়োজন সুদৃঢ় মনোবল ও প্রত্যয়, একনিষ্ঠতা, আত্মবিশ্বাস এবং সর্বপরি নিজেকে জানা। আর আমাদের এই গুন গুলো আছে। তা হলে তো কোন বাঁধাই থাকলো না।

Facebook  
আমি আরো ও লিখব। আপনারা মন্তব্য করবেন, ভুল শুধরে দিবেন। অবশ্যই লাইক দিবেন, তাহলে বুঝব আমার একা নই।

No comments:

Post a Comment