এটি একটি সম্পূর্ণ নতুন ব্লগ সাইট। বর্তমানে এখানে সব কিছুই অগোছালো। সাইটটি বাংলাতে হওয়ায় বানানে কিছু জটিলতা রয়ে যায়। তাই অনেক চেষ্টা করেও ভুল বানান সংশোধন করতে পারি না। আমি এখানে একা কাজ করছি। আমার একটি সু-নির্দিষ্টও পরিকল্পনা আছে। এটা বাস্তবায়নের জন্য রাত-দিন কাজ করছি। তবে, পরিপূর্ণ সময় দিতে পারছি না। জীবিকার জন্য অধিকাংশ সময় ব্যয় হয়। আপন জনরা বিষয়টা ভালভাবে নিচ্ছে না। একটা প্রতিকুল পরিবেশে কাজ করছি। তার উপর আমি অতি ইমোশনাল। ভাল কাজ করতে এসে নেগেটিভ ইম্প্রেশোন কাটাতে মাঝে মাঝে কাজের গতি ও উদ্দেশ্য হারিয়ে ফেলি। ভুল ধরিয়ে দিবেন, বাজে মন্তব্য করবেন না। আপনাদের পরামর্শ, ভালবাসা, সর্বোপরি সহযোগিতা কামনা করছি।
কম্পিউটার, ইন্টারনেট, সর্বোপরি গুগোল-এ বাংলা লেখার ক্ষেত্রে পরিপূর্ণ সহায়তা পাওয়া যায় না। ইন্টারনেটে বাংলা ভাষার অগ্রগতির জন্য অনেকেই কাজ করছে। আমিও সেই সকল মহান মানুষদের দলে সবেমাত্র সামিল হয়েছি। আশা করছি সু-সমৃদ্ধ মহান বাংলা ভাষা-কে টেকনোলোজি সম্পাদনের মাধ্যমে নিজেদের ক্রিস্টি, ইতিহাস সহ সকল বিষয় বিশ্বব্যাপী সংযোজিত করতে পারব।
কম্পিউটার, ইন্টারনেট, সর্বোপরি গুগোল-এ বাংলা লেখার ক্ষেত্রে পরিপূর্ণ সহায়তা পাওয়া যায় না। ইন্টারনেটে বাংলা ভাষার অগ্রগতির জন্য অনেকেই কাজ করছে। আমিও সেই সকল মহান মানুষদের দলে সবেমাত্র সামিল হয়েছি। আশা করছি সু-সমৃদ্ধ মহান বাংলা ভাষা-কে টেকনোলোজি সম্পাদনের মাধ্যমে নিজেদের ক্রিস্টি, ইতিহাস সহ সকল বিষয় বিশ্বব্যাপী সংযোজিত করতে পারব।
No comments:
Post a Comment