আমার ছবি আঁকার ধারণা
আমি ছেলেবেলায় ছবি আঁকার সময় স্কেল, চাদা, কম্পাস ইত্যাদি পরিমাপের জিনিষ ব্যবহার করতাম। অনেক সময় সেগুলো ছাড়া ছবি আঁকতে পারতাম না। আমার প্রাতিষ্ঠানিক ভাবে বা কারো কাছে ছবি আঁকা শিখব সেই সুযোগ ছিল না। সমবয়সীদের ছবি আঁকা দেখে তাদের মত ছবি আঁকা রপ্ত করে ছিলাম। এছাড়াও সব ধরনের আঁকা ঝোঁকার প্রতি আগ্রহ ছিল। সিনেমার বড় বড় বিলবোবোর্ডে নায়ক নায়িকাদের বিশাল ছবি আঁকার একটি গাণিতিক কৌশল প্রচলিত ছিল। আমি সেটা রপ্ত করে ছিলাম। তখন ডিজিটাল প্রিন্ট বা এত বড় ছবি প্রিন্ট করার কোন প্রকার পদ্ধতি ছিল না। ছোট ছোট ফটোগ্রাফ থেকে গাণিতিক কৌশল প্রয়োগ বড় বড় ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিতাম। আমার ছবি আঁকা যারা দেখত তারা এ গাণিতিক কৌশল-এর বিষয়টা জানত না। অবশ্য এভাবে অল্প কয়েকটি ছবি এঁকে ছিলাম। এমন কি পরবর্তীতে ছবি আকাই ছেড়ে দিয়েছিলাম।
ছবি
আঁকা ছেড়ে দেয়ের মূল কারণ ছিল; আসলে ছবি আঁকার ব্যপারে কিছুই জানতাম না।
তাছাড়া ছবি আঁকার সময় স্কেল বা পরিমাপক ছাড়া ছবি আঁকতে না পারা। তখন বুঝে
ছিলাম আমার ছবি আঁকার ধারনা বা কৌশল সম্পূর্ণই ভূল। এভাবে মেপে মেপে ছবি
আঁকা যায়না।
No comments:
Post a Comment