Exact Training and Real Knowledge (সঠিক প্রশিক্ষণ ও জ্ঞান)

“সঠিক” শব্দটি খুবই আপেক্ষিক একটি বিষয়। একেবারে সঠিক ভাবে কোন কিছু নিশ্চিত করা যাবেনা। তবে আমরা যদি আকাশ কে আকাশ, মাটি কে মাটি এবং জল কে জল বলেই জানতে পারি, তা হলেই সঠিক জ্ঞান অর্জন করতে পারব। একটি আগা মাথা ছাড়া প্রফেশনাল কোর্স ভালভাবে প্রশিক্ষণ না-নিয়ে একজন শিক্ষার্থী যখন আউটসোর্সিং-এর কাজের সাথে সম্পৃক্ত হতে পারছেনা, তখন তারাই আবার আউটসোর্সিং এর জন্য ট্রেনিং সেন্টার চালু করেছে। ফলে আউটসোর্সিং-এর অপার সম্ভাবনার পথে চলতে আমাদের জন্য অন্তরায় সৃষ্টি হচ্ছে।

আমারা মূল বিষয়ে ফিরে আসি এবং জানার চেষ্টা করি; আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কি?

No comments:

Post a Comment