Training Center (প্রশিক্ষণ কেন্দ্র)

এ বিষয়ে জানার এবং শেখার আগ্রহ বেড়েই চলেছে। কোথায় শেখা যায়? কিভাবে শেখা যায়? কিভাবে এর মাধ্যমে আয় করা যায়? আর এ কারনেই ঢাকা সহ সারা দেশে গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র। সরকারী এবং বেসরকারী ভাবে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এন.জি.ও. সহ ভিন্ন ধরনের অনেক প্রশিক্ষণ কেন্দ্র যারা গতানুগতিক বা বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে আসছিল, অর্থাৎ কিছুদিন পূর্বেও যাদের কোর্সে কম্পিউটার, ইন্টারনেট বা আউটসোর্সিং-এর বিষয় অন্তর্ভুক্ত ছিলনা তারাও এখন আউটসোর্সিং ট্রেইনিং দিচ্ছে। এর মধ্যে অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে যারা মূল কম্পিউটার শিক্ষা প্রদান করে থাকে। অর্থাৎ মহাবিদ্যলয় বা বিশ্ববিদ্যলয়।

1 comment:

  1. Wynn Palace | Las Vegas, NV Casinos & Resorts
    At Wynn Palace you will find 밀양 출장안마 an 군포 출장마사지 array of the finest restaurants, incredible bars, incredible 이천 출장샵 entertainment and 안산 출장안마 an exciting new take on Vegas. 영주 출장샵

    ReplyDelete