Status of Bangladesh (বাংলাদেশের অবস্থান)

oDesk এর এক জরিপে অনলাইনে ফ্রিল্যান্স কর্মীদের একটি তালিকা প্রকাশ করা হয়। এতে শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং শহর হিসাবে ঢাকার অবস্থান তৃতীয়। এটা খুবি গৌরবের এবং সম্ভাবনার বিষয়। জাতীয় ভাবে কোন প্রকার সহযোগিতা, অনুশীলন, প্রশিক্ষণ, পরিচর্যা তদুপরি গাইড লাইন এবং একাত্মতা ছাড়া এই অর্জন সত্যিই অনেক অহংকারের।

No comments:

Post a Comment