BB Code

বিবি-কোড কি? (What is BBCode?)

BBCode বা Bulletin Board Code হচ্ছে একটি লাইটওয়েট মার্ক-আপ ল্যাংগুয়েজ যার ট্যাগ গুলো স্কয়্যার ব্র্যাকেট [ ] এর অভ্যন্তরে প্রদান করা হয়। এর সাহায্যে বিভিন্ন ধরনের অনলাইন “বার্তা-বোর্ড” অরথাত্‌ ইন্টারনেট ফোরাম বা মেসেজ বোর্ডে ভিসিটর অথব সদস্য-রা নিজস্য পোস্টে ফর্মেট প্রদান করতে পারে। যাদের HTML সম্পর্কে নুন্যতম জ্ঞান আছে তাদের এটা বুঝতে বা শিখতে কোন সমস্য হবে না। 

বিবি-কোডের ইতিহাস (History of BBCode)

১৯৯৬ সালে সোশ্যাল স্ট্রাটা, ইনক. এর কর্ণধার ও’নেইল ফ্ল্যাট ফাইল ডেটাবেইজ এর জন্য পার্ল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে UBB.classic নামে একটি ইন্টারনেট ফোরাম সফট্‌ওয়্যার প্যাকেজ তৈরি করে। পরবর্তীতে ১৯৯৮ সালে এটি Ultimate Bulletin Board (UBB) নামে একটি মেসেজ বোর্ড সফট্‌ওয়্যার হিসেবে পরিচিতি লাভ করে। 
 

বিবি-কোডের প্রয়োজনীয়তা (Necessity of BBCode)

বর্তমানে অনলাইন আউটসোর্সিং-এ SEO-র কাজের সাথে জড়িত ফ্রিল্যান্সারদের BBCode-এর প্রয়োজনীয়তা বা এর স্ট্রাকচার আথবা এ সম্পর্কে বিস্তারিত ব্যখ্যার প্রয়োজন হবে না। আমরা যারা নতুন SEO শিখছি বা এ সম্পর্কে পড়া-লেখা করছি তাদের এটা জানার প্রয়োজনীয়তা আছে। এখানে যে ভাবে বিস্তারিত দেয়া আছে তা, না জানলেও চলবে। তবে এর লিঙ্ক কোডের স্ট্রাকচার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। অফ-পেইজ এসইও-র একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা। আর এই ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য HTML-এর হাইপার লিঙ্ক এর মত এই BBCode-এর লিঙ্ক কোডও অধিক গুরুত্বপূর্ণ।
 

বিবি-কোডের গঠন (Code Structure of BBCode)

আমরা জানি HTML-এ টেক্সট বোল্ড করার জন্য <b> দিয়ে আরম্ভ করতে হয় এবং </b> দিয়ে শেষ করতে হয়, যেমন; <b>Bold Text</b> । তেমনি BBCode-এ টেক্সট বোল্ড করার জন্য [b] দিয়ে আরম্ভ করতে হয় এবং [/b] দিয়ে শেষ করতে হবে, যেমন; [b]Bold Text[/b]

নিচের সারণি-তে HTML এবং BBCode-এর মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করার স্ট্রাকচার বা গঠন বর্ণনা করা হয়েছে, যা SEO-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

BBCode HTML Rendering
[url=http://example.com]Example[/url]<a href="http://example.com/">Example</a>Example

1 comment:

  1. Casino Royale
    You gri-go.com can play the casino games for free at worrione Casino https://vannienailor4166blog.blogspot.com/ Royale with wooricasinos.info no registration required. This online 토토 casino is known for free slot games,  Rating: 4.5 · ‎6 votes

    ReplyDelete